______জোছনা আঁধার কাল
কিসের টানে টানছে ঐ পথ?
ঐ পথে যে পথ চলা বহুকাল আগে
ধুলোর আবিরে পায়ের পাতা ডুবে
পাদুকার চিহ্ন আঁকা পথের বাঁক;
আমলকীর চিরল পাতা ঝরে ছিল সেদিন।
দুর্বাডগা ধুলোর মলিনতা
পথের আঙ্গিনা ঢেকেছিল খানিক
আকন্দ ফুলের বেগুনী পাপড়ির ঝাড়
আচমকা পথিক ফিরেছিল অদম্য নেশার টান।
ধুলো আঙিনায়
হাঁটি হাঁটি পা টলে
আঙ্গুল চেপে সে কি মায়া?
তুলতুলে হাসের ছানার মতো জোছনা ছায়া
সজনে পাতার ফাঁকে;
পথ আঁকে বিবর্ণ মায়া আলোছায়ার ক্ষণ।
সেই ক্ষণে জোনাক জ্বলে
চুপি চুপি ডাহুক ডাহুকী,শামুক ঝিনুক
কতশত পোকামাকড় জেগে উঠে? গান ধরে
জোছনা আঁধার কাল।
আজ ৩০ কার্তিক ১৪২৯