_____কার্তিকের আবাহন
পথে যেতে যেতে
থমকে দাঁড়িয়ে যায় পথিক; চেনা পথের শেষ প্রান্তে
অচেনা পথের শুরু,
তাই তো এদিক ওদিক চেয়ে দিকভ্রান্তের মতো
স্তিমিত পদ ভারে, অচেনা কাউকে পথ আগলে!
-কুটি যাবু?
-সন্ধ্যাবতী গাও?
- সে তো মেলা দূর বাহে?
- এই পথ ধরে কিছু দূর, তারপর ডানে মুক করে ঘুরবেন বাহে
যাবার পর বটতলা পড়বেনি;
বটতলা থেকে সোজা পশ্চিম মুখে হাঁটবেন বাহে
খালের পাড় ধরে হাঁটলেই "সন্ধ্যাবতী গাও"
সন্ধ্যাবতীর উত্তর পাড়ায় কৈবত্য পাড়া
শারদীয় ঢাক বাজে- সাঁঝ ঘনালে;
সবে আশ্বিন পেরুলো,
আইল পথে কাশফুলের থোকা থোকা ঝাড়
সাদা ফুলে যেন সন্ধ্যাবতীর শারদীয় সাজ;
খালের পাড়ে পথিক, কাশফুলের ঘাসে বসে পড়ে
সাঁঝের মৌনতা পেরুলে সন্ধ্যা তারা ঝিকিমিকি আলোয় পথিকের
বেবস শরীর অবসাদে আড়মোড়া ভাঙ্গে, সন্ধ্যাবতীর মায়ায়।
১৪২৭/কার্তিক/ হেমন্তকাল।