_______জীবনের জন্য মোহ
জীবনের জন্য মোহ বেচে দাও,
খোলা শূন্যতার কাছে।
মোহ ,রতির প্রারম্ভিক বাসনা; যা দিক পরিবর্তন করায়
দিক, অন্য দিক সময়, অসময় ক্ষণের শরীর চুইয়ে পড়ে
অবিরত প্রত্যহ।
বিবেকের ক্ষয়িষ্ণু কাল,
পূর্ণ চাঁদের মতো ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়
আবার তা'পূর্ণতায় গড়ায়। এমনি করে,
মোহ নিঃশেষ হয় আবার বাসনায় নেচে উঠে! কতক সময় পানে;
কতক অসময় পানে? যদ্যপি বিবেক কথা না কয়।
মোহ এক ছলনা সাকি, রসদ রসে পূর্ণতায় ডাকে
পথের আখড়ে পথভোলায়; অনামা স্বচ্ছ অশরীরিণী ভাসে
ভাবনায় মোহ করেছে লুট আপাদমস্তক করে হরণ;
এবার জীবন তুই পালাবি কই?
জীবনের জন্য মোহ, বেঁচে দাও
১৪২৮/হেমন্তকাল/কার্তিক।