---ক্রান্তি কালে পথের যাতনা
পথিক পথে এখন বিমূঢ়
চেনা পথে যেতে ভয় পায় অথচ এই পথেই
পথিকের হাজার হাজার নগ্ন পায়ের ছাপ; ধুলোর
আবিরে ঢাকা উন্মুক্ত পথের লিরিক।
ঝিনুক খোলে বেড়ে উঠা মুক্তার মতো
ক্ষয়িষ্ণু কাল! যাতনার পেলব জ্বল জ্বল করে
যায় না ক্ষয়ে; সময় শুধু চুইয়ে চুইয়ে পড়ে
বিন্দুর রেখা টেনে টেনে নিঃস্ব হয় নিত্য।
পথের রেখা ভাবতেই, পথিক থমকে যায়
ক্রান্তি কালে পথের যাতনা; অতীত সম্মুখে দাঁড়ায়
ছাতিম ফুলে সুবাসে বিদ্রূপে ঝিলিক টেনে
পথিক এবার উঠে, নগ্ন পায়ে ধুলা মাড়িয়ে
যায় ছুটে সমুখ পানে বেলা ডুবার ঢের বাঁকি
আরো কত পথ? দিগন্ত পাড় যায় সরে
পথিকের উচ্ছ্বাস দেখে!
লাল বর্ণছটায় সাঁঝের দিগন্ত পাড়ে
পাখির ঝাঁক উড়ে এঁকে বেঁকে পথিকের মতো
আকাশ পথ অমলিন মাধুর্য্যে
পথিক চলে পথ শেষের তীব্র নেশা; তাড়িয়ে বেড়ায়
ছাতিম ফুলে মগন সুধা ঘ্রাণ।
১৪২৫/ পৌষ/ শীত কাল।