------ক্ষুধার রাজ্যে
দুঃখ কষ্ট কি ক্ষুধার সাথে নিত্য পথ চলে?
নাকি দুঃখ কষ্ট মনের পিছে নিত্য ঘুরে মরে?
ক্ষুধার সাথে সুখের দেখা হয় কি প্রায়?
মনের সুখে দুঃখ পালায় ক্ষুধা নাহি রয়!
এমনি সব কত কত প্রশ্ন?
অজানা থেকেই যায়; ক্ষুধার তাড়নায়
মন যে আঁধার, স্বপ্ন পালিয়ে বেড়ায়।
মিথ্যা স্বপ্ন দুঃখ বিলাস একই কাতারে রয়
সুখের আশা সারাটি জীবন গড়িয়ে গড়িয়ে যায়।
কোথায় যায় দুঃখ কষ্ট?
কোনখানে যে পালিয়ে বেড়ায়?
নিত্য ছুটে মনের সাথে, মন যেখানে রয়।
দুঃখ কষ্ট মন যাতনা
সুখের ঘুর্নিও মনে, ক্ষুধা তবে কোথায় থাকে?
শরীর মনের কোনখানে?
ক্ষুধার রাজ্যে!
স্বপ্ন গুলিয়ে মৃত্যু জানান দেয়; তখন সেথায়
দুঃখ কষ্ট মনের বিড়ম্বনা, কি বা আসে যায়?
১৪২৬/শ্রাবণ/ বর্ষাকাল।