_____তেল জলের বিভেদ আভরণে

মন কেন যে দুরন্ত বেহায়া?
শুধু তোমার পিছেই ছোটে, অভিমানী জোছনা কত?
যায় পালিয়ে কেঁদে;
তারাও তো বেহায়া অতি
মনের পায় না সারা!
কথায় বলে, ‍
"যাচে কথা লয় না, অমানিশার মন্দ বচন নেয় ঘার পেতে"।
এবার শুধু উত্তরের হাওয়া
সজনে পাতা কাঁপে
আকাশ সেতো নীল আভরণে
কুয়াশা নীলে মাখে।

এমনি করে মাখামাখি নিত্য নতুন কত?
প্রেম শুধু মিলে না,"তেল জলের বিভেদ আভরণে"
তাই তো মনটা এবার, ক্ষ্যাপা বাউল
পথে পথে ঘুরে; যদি পায় তার দেখা!
সেই স্বপ্ন নিয়েই বাঁচে।

১৪২৬/হেমন্তকাল/অগ্রহায়ণ