---আমার আমিত্বে মগন


==হেমন্ত এলো ভুতুসোনা

হেমন্ত এলো ভুতুসোনা
সর্ষে ফুলের হলদে রং
মৌমাছির গুন গুনানি
ফড়িং ডানায় লাগল দোল।

শিশির ভেজা সর্ষে ফুল
আবির মাখা ভ্রমর কালো
প্রজাপতির ঝাঁক উড়ে
মৃদু হাওয়ায় ডানা মেলে।

ডবার জলে কানা বগি
চেয়ে রয় পুঁটির ঝাঁকে
খপ করে ঠোঁট ভিজিয়ে
চুপিসারে মাছ ধরে।

===একা কি সন্ধ্যাবতি

হেমন্তের গহন লাগা আবেশ
আধো ধোঁয়ায় মৃত্তিকা ঘ্রাণে সিক্ত সন্ধ্যাবতি
সাঁঝ মর্ম ঘ্রাণ উনুন জ্বলে ধুঁয়া ছড়িয়ে; যাতনা খরা
তাই তো মৌনতা ভাঙ্গে উত্তরের হিম প্রণমি।
আমলকী বন মূর্ছনা ঝরে পাতার শরীর
জোছনার অমোঘ মায়া পরে সন্ধ্যাবতির চারদিক!

খুঁজে ফিরে কুয়া তলায় কলাবতী ঝাড়
লাল ফুলের খোঁপায় সাজে সন্ধ্যাবতি!
কলার মোচায় বৈতারিনি জোছনা ছায়া ফেলে
বাঁদুরে পাখার শাঁ শাঁ আওয়াজ ভুতুড়ে বিদ্রূপ।

সন্ধ্যাবতি মগন রাত মহিমায়,গভীর ঘন রাত
নিঃস্তবত সব দিক জোছনায় খাঁচকাটা মেঘ
উদাস নক্ষত্র পুঞ্জ! রাত সেবি হুতুম পেঁচা উড়ে উড়ে
বিমূর্ত রাত পাহারা; একাকি সন্ধ্যাবতি।

====আমার আমিত্বে মগন

আমার আমিত্বে মগন
আত্মগ্লানি ছড়িয়েছে কখন
জানতে পারি যখন; ঢের গড়িয়েছে বেলা অমল ধবল

অমল ধবল পাড়ে
বসে বসে শুধু সদল বলে
ভুলেছি মরীচিকা; নৌকা নাই ভাটায় শুকায় খেয়া ঘাট
খেয়া ঘাটে জোয়ার এলো
দোলাচলে বিচিত্র বৈভব
ক্ষয়েছি শুধু আমার আমিত্ব; ফিরে না মূল্য শূন্য ভরা ঘট

ভরা ঘট বিফল বিভ্রম
স্বপ্ন যা ছিল অমূলক মিছে
আমার আমিত্বে মিলে মিশে; শূন্য লয় গেল মাটিতে মিশে।

১৪২৫/অগ্রহায়ণ/হেমন্তকাল।