______ফুরিয়ে যাবার নিমগ্নতা
অগ্রজের বয়স বাড়ে পিতামহের মতো,
সারল্য সেই বটবৃক্ষ যেন;
পিতামহের আঙিনায় বেড়ে উঠা পিতার
পিতার আঙিনায় প্রজন্ম বাড়ে!
সময় কড়া গুনে কালের মধ্যগগন পাড়ে
জীবন ছক আঁকে বংশপরম্পরা।
জীবন সারণী
প্রবাহমান শঙ্খচিলের শুণ্যে নীল ধরা মতো বয়ে যায় বেলা
ডুব সারা; আঁধারে কোজাগরী খেলা।
যেতে দাও যেতে হবে ঐ সে আঁকা ছকে! বাড়ন করে কেবা
সারণীতে লাল দাগ পড়ে।
মুক্তির মিছিলে সময় যায় ক্ষয়ে
অমোঘ নেশা পিছুটানে; যেতে নাহি দিব
তবু যায় চলে অমানিশার মহাঅর্ঘের টানে
সেথায় রবে কত কাল?
সবার একই পথে হাঁটা; ফুরিয়ে যাবার নিমগ্নতা।
১৪২৮/ মাঘ/শীত কাল