======পথ আকার ভেদে বিভ্রম

পথ আকার ভেদে বিভ্রম!
বিপন্ন, চেনা অচেনার দোলায় চলে;
দূর দুরন্তে অঙ্ক কষে।

অচেনা পথের দিশায় ঘোর লাগা চেতন
বিষন্ন বেলা যায় ডুবে;
আঁধার নেমে আসে সন্ধ্যা তারার বেলা
সবে নক্ষত্র ঝুলে পড়ে, আসমান জুড়ে
জোছনা বিভাস উল্লাসে ধেয়ে আসে;
পৌষের কুয়াশায় ডুবে রাত্রি।
শিশিরে মাখা আঁধার সিক্ততায় ভিজে
অসীম ঘন কুয়াশায় আহ্লাদে
পথের বাঁকে ঢলে পড়ে সীথানে বালিশের মতো
লজ্জাবতীর শিশির ভেজা স্নানে থৈ থৈ কাঁপনে;

পথের বিহ্বলতা সদা সতেজ-
আপ্লুত পথিক বন্দনায়!
পাদুকার আঘাতে মুর্চ্ছা যেতে যেতে
প্রণয় ভালোবেসে বাঁধে;
পথে পথিকের পাদুকা।

আজ ১২ মাঘ ১৪৩১