--সেই তুমি রয়ে গেলে আজও
চাওয়ার অন্তঃপুর
সেই তুমি রয়ে গেলে আজও
একই সীমান্ত রেখায়;
এ পাড় ওপার করে আকাশের কৌণিক দূরত্ব
একই বিন্দুতে রইলে।
একচুল এদিক ও না ওদিক ও না
জানি তুমি বুঝবে না!
এ যে ভাবনার জ্যামিতিক কাব্য
জীবনভর পাশকেটেই চলে গেছো হেঁটে
দূর বহু দূর সুখসারির কাছে।
ফিরে দেখেছ মিছে
কতক কদম পিছন ফিরে?
সদ্য বয়ে যাওয়া বায়ু আমলিক বনে
ঝিরঝিরে বাতাসের ঝিরঝিরে বিরহ কাব্য
আঁচলে কুড়িয়ে ঝরা পাতার বিরহ
কে বা তা মনে রাখে?
এ যে না ফুরাবার বিন্দু
শুধু ক্ষয়ে যায়;
বারং বার খসে পড়ার আচ্ছাদনে ঢাকা।
১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল