=========ফিরলে না তুমি আর

পুরাতন তো,
বার বার ফিরে আসে
যা বাসি, গত হয়েছে বলে প্রতীয়মান
তাহাই তো ফিরে; ঋতুর ফিরে আসার তো

শুধু বাদ সাধে প্রেম, বিরহ!
একবার পড়েছো তো মরেছ;
সে দাগ মিটে না কিছুতেই!
কিন্তু ফিরে বটে বিরহে
সেই তো পুনঃ পুনঃ ফিরে
যাতনায় পোড়ায়।

সেই যৌবন বসন্ত ভরা,
নদীর জলের উচ্ছলতা
মরা গাছে পত্রপলবে হাসে
পাকপাকালির সে কি ডাকাডাকি?
ভালোবেসে ফিরেছে।

এমনি করে পুনঃ পুনঃ বসন্ত বাহার
ফিরে ফিরে আসে;
শুধু ফিরলে না তুমি!
কালের প্রহর গুনে গুনে
পদ্যে কথা ছুঁয়ে যায় বসন্ত হাওয়া
ফিরলে না তুমি আর।

আজ ৮ চৈত্র ১৪৩১