____দিলে না তো স্বপ্নবাজির বারুদ
না চাইতেই;
দিয়েছ কত কি? কত কাল ধরেই
বইছে সেই তোমার দেয়া বোঝা,
জীবন বোঝা! ঝুলির আস্তরণ নেই, যেন প্রতিবিম্বের ঝোলা
ঝুলে জীবন পিঠে আপদ মস্তকে জানান দেয়
নুয়ে পড়া মেরুদণ্ড।
কত কথা দিলে ঢেলে?
দিলে দু'হাত, ধরবার মতো আঙ্গুল চেপে, নিস্তব্ধতা প্রাণঞ্জল
দিলে অন্তিম বৃষ্টির শিহরণ, কদাচিৎ বিভ্রম স্বপ্ন ঘোর
দৈবাৎ আকাশ গেল কালো মেঘে ছেয়ে, ঘন বীভৎস গর্জন
মেঘে মেঘে আর জল নেই; বৃষ্টির হাহাকার!
কদাচিৎ ফিরে দিলে বিমর্ষ চাওয়া
জীবন বোঝার খানিকটা বাঁকি অংশেই
স্ফুলিঙ্গে দ্বীপ জ্বলার সলতে পোড়াবার আঁধার
দিলে না তো স্বপ্নবাজির বারুদ।
১৪২৬/মাঘ/ শীত কাল।