_____স্মৃতির কপি রাইট চাই
স্মৃতির কপি রাইট চাই
তোমার টেরাবাইট স্মৃতি লয়ে জনম আমার
আবার বলছে না কি ক্ষণকাল?
সময় কাল ফুরায়; জনম ফুরায়
কই স্মৃতি ফুরায় কই?
সবই ফুরায় আশ্বিনে ফিরে আবার নতুন জলজ স্নানে
কই তুমি ফিরলে না তো তুমি?
এ তো সহজ কথা বলে জনম ফুরায়
কেউ বুঝে না মর্ম বেদন স্মৃতির থলে পাহারা
সময় ক্ষণে জনম ফুরায়
দায় শুধুই নিত্য উড়ায় আলখেল্লা সম!
বিনা পয়সা;
এমন সেবা দান জনম আমার
কবিতার কার্নিশে ঝুলে রয়
নিত্য জনম ঘন
আঁধার আলোয়; বিবর্ণ নিত্য কলায়
স্মৃতির কপি রাইট শূন্য আধুলি
১৪২৭/আশ্বিন/শরৎ কাল।