______আমি তুমির বিভেদ ঠেলে

হিসেব কষে কষে জীবন যায় বয়ে
সদ্য হেমন্তে বানের জল যায় ক্ষয়ে।
আগাছা দল শেওলা ঘন জলে ভাসে
জল মাকড়সা ছুটে জলের মৃদু ঢেউয়ে।

আগাছার সবুজ পাতার ভাঁজে
জল মাকড়সা জাল ফাঁদে,
জালের কোণায় যে সাদা পুটলির বাসা
সেথায় মাকড়সার ছানাপোনা বাড়ছে খাসা।

এমনি করে নিক্তির তলায় ধরেছে ছত্রাক
সময় যে যাচ্ছে ক্ষয়ে কে তার রাখে হিসেব?
আমি তুমির বিভেদ ঠেলে, হেমন্ত যায় সয়ে
কার্তিকের অবেলা, কত কি যে দিক ভুলে আঁকে?

১৪২৭/ কার্তিক/ হেমন্তকাল।