---আমি তুমিতে রং
দ্যাখো, আমি তুমিতে রং ধরেছে কেমন?
সাদা মেঘে নীলের বসন;
পড়ছে খসে হরেক রকম আনন্দ রাশি রাশি
কোথায় যেন হাওয়া কথা কয় চুপি চুপি?
যেন মর্মে মরে ঘোমটা টানা লাজুক বধু কাঁকে কলস
উঠানে তার সাঁঝের আলোর নাকে নলক।
দ্যাখো, আমি তুমিতে রং ধরেছে কেমন?
গেরুয়া রং এ রাঙা সন্ধ্যাবতীর সাঁঝ;
মিলিয়ে যায় ধীর লয়ে আবেগ মাখা সারা দিনের খেলা
বিরহ ব্যথা খুনসুটি সুখে ভরা বিদায় বেলার মেলা
যেন ঐ বধুয়ার হারিয়ে গেল আলোর দিশা সাঁঝ আঁধারে
উঠানে তাই প্রহর গুনে উদাস হয়ে পুব আকাশে চেয়ে।
দ্যাখো, এমনি করে আমি তুমিতে রং ধরেছে কেমন?
বারে বারে স্বপ্ন উঠে জেগে, বিরহী ঐ বধুয়ার তন্দ্রা ঘুমে
আজও কি সেই তুমি মর্ম ঘ্রাণে বাঁচো দিবানিশি?
আমি তুমিতে রং ,,,,
১৪২৫/ ভাদ্র/ শরৎ কাল।