_______আজ আর তা মনে নেই
কোন পাত্রে যে ছিল তা,
আজ আর তা মনে নেই; গড়িয়ে গড়িয়ে বেলা যায় সারা
বসন্ত ঘন হাওয়া বেড়িয়ে বেড়িয়ে দিশে হারা।
ফড়িং ডানার উচ্ছলতায়,
কাঠবিড়ালী লেজ উচিয়ে ছুটে বেড়ায়
নব বসন্ত এলো যে;
লজ্জাবতী যেন লজ্জা ম্লান তার রৌদ্র ছোয়ায়
কোকিল কুহু কুহু রবে
বন বাদাড় মাতোয়ারা।
কোন পাত্রে যে ছিল তা? আজ আর তা মনে নেই
হলুদভা প্রেম পত্রটি র ভাজে গোলাপের পাপড়ির মলিনতার ঝাঁঝ
মুগ্ধ করে কি জানা নেই? তয় পোড়ায় বেশ
কয়লার অনলের মতো করে চুপিসারে;
যেন রৌদ্র খরায় চৌচির মৃত্তিকার মতো কষ্টের সাচ।
কোন পাত্রে যে ছিল তা?
আজ আর তা মনে নেই; ক্ষয়িঞ্চু কাল
তবুও ক্ষয়ে যায় বিস্ময়ে, কোন পাত্রে যে ছিল তা?
১৪২৮/চৈত্র/বসন্তকাল।