_____আমার তোমার বৃত্যায়ন ইতিহাস হয় না
আমার তোমার বৃত্যায়ন
ইতিহাস হয় না
এ যে তুচ্ছ অতি ছিটেফোঁটা
সময় কথা কয় না।
চোখে চোখ রেখে যে কথা
প্রেম সে তো হয় না
ভালোবাসার দ্রোহ বেজায় চঞ্চল
সে কি বিরহে পোড়ায় না?
না না নৈবেদ্য
আকাশ নীলে ছড়াছড়ি বন্যা
চঞ্চল ভারি ঐ
উচাটন মেঘের আড়ালে কান্না।
সময়ের হাত ধরে নতুন প্রহরে
সে কি চলে গেলে?
শত মায়াও টিকলো না চাওয়া
সে কি অমানিশার টান?
মিশ্র কোলাহলে গেয়ে উঠে গান
জীবন সে তো এমনি
ধাবমান কালের প্রহর যায় গড়িয়ে
তোমার আমার বিভেদ সয়ে।
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।