----কোন কিছুতেই মন বসে না


কোন কিছুতেই মন বসে না
মনটা বড়ই উচাটন; উদাস হাওয়ায়
‌ব্যাকুল মন উড়ু উড়ু সর্বক্ষণ।

কোথায় তারে রাখি বল?
কোথায় থুইয়ে যাই? দিক ভোলা নাবিক ওরে
পথের দিশা কোথায় পাই?
ঐ গগন ঐ নক্ষত্রলোক
মহাশূন্য আঁধার ঘোর; কত শত পথ যে ছুটে
বেশুমার কাল সময় ঘন্টার।

সেই কালের যে নাইরে শেষ
কেমন করে প্রান্ত ছুঁই? প্রান্ত জুড়ে না না পথ
আলোকলতার ঘোর লাগানো।
রইছি পড়ে সেই ঘোরে যে
মনটা বড়ই বেকুব বুনে; সদল বলে খেই খুঁজতে
জীবন সীমার প্রান্ত গুনে।

জীবন সীমার মাপন কই?
ধুলোর আঁচড়ে বাতাস বয়; যাওয়া আসা হাওয়ার খেলা
মনটা তাই নিত্য পুড়ে বেবস খরায়।

১৪২৫/ ফাল্গুন/বসন্ত কাল।