____আমি আমাদেরই লোক


আমি আমাদেরই লোক
পৃথিবীর কোনায় কোনায় দাঁড়িয়ে রই, কেতাদুরস্ত বসনে
কতক হত ছিন্ন বসন?
ক্ষুধার তাড়নায় বিবর্ণ আধেক পৃথিবী।
সেখানেই তাড়িত হই নিত্য!
বিড়ম্বনার, কষ্টে, দুখে মৃত্যু তাড়িয়ে বেড়ায়।

ভুবন জুড়ে বাতাস যায় ক্ষয়ে
ক্ষয়ে ক্ষয়ে অষ্ট সিন্ধু নিঃশেষ হয় অবলীলায়।
পৃথিবী জুড়ে বান্ধব যত
সয়ে যায় যাতনা ক্ষয়িষ্ণু কালের প্রাতে; আমি আমাদেরই।

চুপি চুপি মুখোশে ঢাকা অবয়ব
মৃত্যুর কার্নিশে ডেকে নিয়ে যায়;
আমি মৃত্যুর পথে হাঁটি
আমার ছায়া আমার শরীর থেকে বেড়িয়ে যায়,
মৃত্যুর পথে সাদা কফিন;
সদলবলে উচিয়ে নিয়ে ক্ষয়ে যাওয়া বাতাসের পথে হাঁটে।

১৪২৮/শ্রাবণ/১৮