______মানব মুক্তি
মানব মুক্তি!
আমাদের মুক্তি কিসে?
এটা নিয়ে হতে পারে বিশদ আলোচনা, সংগ্রাম, মিছিল
হতে পারে সভা।
মৌলিক অধিকার!
নথিভুক্ত, শিকলে মন্ত্রের ফুঁ দেয়া
তাই তো বাঁধন টুঁটে না ছিঁড়ে না যুগ যুগ ধরে
একই বৃত্তের এদিক ওদিক ছুটে
আপ্রাণ চেষ্টাও বেড় হতে পারে না।
এমন অধিকারে,
ভ্রণেই শৃঙ্খল পড়া; খোলা আকাশ তাই নিভৃতে
নীলের আদলে লীন হয়ে নিত্য পুড়ে পোড়ায়
বর্ণীল সাজের এই পৃথিবী।
ক্ষয়ে যায় থরে থরে সাজানো সুখ যত
ভ্রম জেগে উঠে আড়মোড়া ভেঙ্গে; সোনাতন বিবর যত
মুখোশের আড়ালে মেইয়ে যায় অবিরত!
মানব মুক্তি কিসে?
শুধু স্লোগানে স্লোগানে যায় মিশে।
আজ ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮/গ্রীষ্মকাল