______তাহার কথা
ঐ যে, কথায় আছে না!
হাত বাড়াইলে ধরা যায় তাহারে
পথের চঞ্চল দিশা তাহার যে জানা
কহিতে কথা ফুল সনে একা একা।
ভ্রমর চঞ্চল
দুষ্ট ভারি;
করিতে যাতনা পিছু যে ছাড়ে না
গুণ গুণ, গুন গুন, গুনগুনিয়ে
প্রত্যয় আবেগে সুরলোহরী;
যাতনা ভুলাইতে সুবর্ণ মোহে গাহে বারং বারং
তা ধীন তা; নাচে রে ছন্দের তালে
বায়ু সনে রং লাগা বিহ্বলতা।
তাহারে মজেছে প্রেম
ভালোবাসায় আলপনা আঁকে
ফুলে ফুলে চুম্বন সুখে, আবির ছড়িয়ে
তাহার পাদুকা বেলা
আলতো স্পর্শ সয়ে মরমে মরে লজ্জাবতী।
সতেজ সজাগ যাতনা ভুলে
সং হারী প্রত্যয় ফিরে ভ্রমর গুঞ্জরনে;
ফিরে দ্যাখে তাহার পথে
কাঠবিড়ালী ঐ
ফুল সনে কথা একা একা
যাতনা ভুলাইয়ে ভ্রমর সুরলোহরি
বিভ্রম বিরহে পোড়া
তাহার সেই বিষন্ন বিকেল বেলা।
আজ ১৮ শ্রাবণ ১৪৩০