__ছত্রে ছত্রে আঁকা তাবড় কাল জুড়ে তারই প্রেম

তার যৌবনে
আঙ্গিক এঁকেছিল ছত্রে ছত্রে
রং তুলির ছোপ ছাপ হলুদ কালোতে
প্রকৃতির নীলে
নীলাম্বরী থকথকে মাদকতা
চুইয়ে চুইয়ে পড়ছিল অবিরাম
যেন বসন্ত রাতের শিশির।
নাঙা সজনে ডালে
তখনো ছিল বেশ কয়েকটা হলুদ পাতা
উত্তরের হাওয়া নিঃশেষ হতে চলেছে
দক্ষিণা এলোমেলো চঞ্চল বাতাস; মৌনতার মিছিলে
ছুঁয়ে যায় শ্রান্ত নিবিড় পরশ।

সেই শ্রান্ত, সৌম্য মখমল আবেশ শুধুই তারই স্মৃতির আলখেল্লা
বাজিকর মৌসুমি হাওয়া তার পথ বদলায়
নয়ন চুমে দিঘল বিরহ তারই আঁচলে ঝুলে পড়ে সঙ্গোপনে।

ছত্রে ছত্রে আঁকা তাবড় কাল জুড়ে তারই প্রেম
খসে পড়া পালক, রাজহংসির; জোড়া শালিক তখনও
কাদা জলে খুনসুটিতে মত্ত। প্রণামী প্রেম কাল।

১৪২৮/বসন্তকাল/১৮