---সে তো হারিয়ে গেল পথে


মেঠো পথ ছেড়ে
সবে যেই মেখেছে
সষেক্ষেত এর হলদে পরাগ
ডানা মেলে সবে যৌবন
দিগন্তের ঐ
অনামি পথে ছুটে ছুটে
রক্ত রাগ প্রেম সদা দেয় দোল
কোজাগরী জোছনা ভাসান
দিগন্তের পথ ফুরিয়ে আসে
আমলকির বনে;
একটু স্থুতিতে
হাজারও স্বপ্ন ঘুড়ি উড়ায়
অমানিশার প্রেম সুধা রসে
বিরহ যাতনা কেটে যায়
কত কত রাত অনাহারী
জোছনা ছুঁয়ে;

রাত পেরুলে
জোনাক জীবন ফুরিয়ে যায়
যেমন আঁধার রাত যাপনে
কতক কালে তেমন
জোনাক জীবন পথে পথে
থমকে যায়; আচনক এক অতীত টানে
যে পথে একদিন তুমি ছিলে
অনাহারী জোনাকি হয়ে
শুধু বুকের পাঁজরে
রক্তক্ষরণ সয়ে;
সপ্তর্ষি বাসনা যায় ক্ষয়ে ক্ষয়ে,,,

১৪২৫/ আশ্বিন/শরতকাল।