=====তাঁরে বারে বারে মনে পড়ে

কে তুমি আগামীর ভাবনায় ভাসালে? পথের শিখায় পথ বেঁকে যায়,
আঁজলা ভরা জল অঞ্জলি শুকায়। আকাশ নীলে নীলাম্বরী উড়ে; শঙ্খচিল কি ছুঁয়েছে তায়?
কত কত দূর? চোখ যে আর পায় না ঠাহর! রাত্রি দিন আসা যাওয়ার কাল। অনন্ত পথের পাড়ি অসীমের পাড়ে। ক্লান্ত পথিক। পদতলে সহস্র বিদ্রোহ আঁকে।
দেখিবারে অসীমে, ব্যাকুল প্রাণ মরমে যে মরে;
তারে বারে বারে মনে পড়ে।

নক্ষত্র ঘণ অসীমে,সসীমের মহা-মহিমায়; তাবড় বিস্ময়ে
নতজানু হে সর্বা-সর্বময়।

আজ ২১ আশ্বিন ১৪৩১