-------মিলিবে হাতে হাত পুণ্য কস্তুরী মেখে


মুক্তির লড়াই কি সে আজ? মুক্তির লড়াই সময় সমাজ মেনে
লড়তে নিজেই যায় যে ফেঁসে, বৃহৎ জনবল সঙ্গ বদ্ধ গুনে
বজ্রমুষ্টি শব্দের বান মেরে, কোলাহলে যায়রে সব ভেসে
পুঁজির জাল এমনি বিছানো, গেঁথে রয় মুক্তির কাল কালের প্রহসনে।

মিছে আশা বাসনা কালান্তর, কোথায় প্র-প্রপিতামহের পথের দিশা?
হারিয়ে গেল পথের স্বর্ণ সিঁড়ি, বংশ পরম্পরা গোত্র দ্রোহের লড়াই অনির্বাণ
কোথায় সে বাঘ্রো শিকারের উল্লাস? প্রমিত প্রেম লড়াই ইতিহাস চিরন্তন
কালের প্রত্যয় নদীর পাড়ে সমতল ভূমে, লাঙ্গল ফলায় ফলে ছিল স্বর্ণ শীষ।

সেই তো শেখা বাঁচার মন্ত্র ধরে, লড়িতে সোদা কত খুন মৃত্তিকায় মিশে
বারং বার প্রজন্ম ঠেলে ঠেলে, ফিরে আসে তেমনি সেই গোত্র দ্রোহ জ্বলে
পুঁজির তেষ্টা ক্ষুধা নাহি মিটে, সদলবলে স্বপ্ন আশা বার বার লুটে
কোথায় সে, দর্প দম্ভ ভরে চলে? এবার বুঝি এলো কষ্টের লাঘব ঘুচে।

ফিরে না স্বপ্ন আশা প্রণামী মিছিলে, ক্ষধার রাজ্য অনাহারী পৃথিবী জুড়ে
কদর্য মননে বিবেক ক্ষয়ে যায়, মৃত্যুর খুনে নিত্য মৃত্তিকা লাল হয়
কোথায় সে স্বর্ণ চূর ঐ নক্ষত্রপুঞ্জে? আলোরুপে আসবে কি ধরাতলে নেমে?
পাপ যত অন্যায় অবিচার ধুয়ে মুছে, মিলিবে হাতে হাত পুণ্য কস্তুরী মেখে।

১৪২৫/চৈত্র/ বসন্ত কাল।