----পথের ধুলায় সঁপে আধেক জীবন


কত পথ হাঁটল পথিক? বয়স মেপে কয়?
সে তো শুধু স্বপ্ন ডুবসাঁতার জলে, সৃষ্টি সুখে মেতে
সুবোধ মাটির গন্ধ সেধে
রং ছড়ানো রং বদলের খেলা!
লাল আবির গেরুয়া মাখা, হলুদ কমলায় মিষ্টি সবুজ
ধুলোর পথে পাপড়ি ছড়িয়ে, মাদার শিমুল ছাতিম ঘ্রাণে।

কোজাগরি বয়স ভারি নন্তা টক! বয়ে যায় দ্রুত লয়
শুধু ভাটার টানে ক্ষয়ে নিঃস্ব হয়, অসহায় পথ যে টানে
মুখিয়ে রয় স্মৃতির আকর
আঁজলা ভরা জলে জলছবি ঐ!
পথিকের পথের দিশা খুঁজে, কোথা হতে আনু বাহে
মজিনু হেথায় নেশায় পথের রঙ্গ রসে! যৌবন মেলা যায় ক্ষয়ে।

সৃষ্টি সুখে ভুবন গলে, জীবন যৌবন সর্বনাশে
আঁধিয়ার গানে পথিক মজে! পথের ধুলায় সঁপে আধেক জীবন।

১৪২৫/অগ্রহায়ণ/হেমন্তকাল।