_____আধেক চাওয়ার প্রেম
তোমার বাড়ন্ত অভিমানে
খুঁজে ফিরে আজও, আধেক চাওয়ার প্রেম!
সেই প্রেম কুড়াইতে কুড়াইতে
জনম ভবে সারা; কত কথার অংক কষে কষে?
হিসেবে শূন্য মিলে।
প্রেম সে তো,
যোগ বিয়োগের কোন ভাঁজে আঁকে?
না কি ধরে, শূন্য থলেতে ভরে?
তোমাকে দেখার;
তাই তো প্রেম চাওয়ার আঁধিয়াতে
কেটে গেল কত কাল?
আমলকী বনে বারং বার পাতা ঝরে পড়ে
পথের আদলে পথ
নতুন স্বপ্ন বুনে।
এমনি সময় যাদুতে
বেমালুম সময় যায় ক্ষয়ে; তুমির পদ্ম পুরান রাগে
জলমাকড়ষা দিব্বি জলের উপর দিয়ে হাঁটে।
১৪২৬/মাঘ/ শীত কাল।