______বিমর্ষ জপে মহা অর্ঘ প্রাতে
তারে কোন দিন গোলাপ দেয়া হয়নি!
দিতে চাইলেও দেয়া হয়ে ওঠেনি
নানা কারনে;
আজ দেই কাল দেই? দেব দেব করে
সাহস হলো না মোটেই! কি জানি মন চাইতো?
দ্বিধা কাটল না।
কোন কালেই? কালে, কাল পেরুলে
সেই চাওয়ার আবেশ এখনও রইল পরে
বিরান ভূমির মতো;
বসত বাড়ী নেই, উঠানে সজনে গাছ নেই
ঘোলাজলের ডোবা নেই, মা হাঁসের ছানারা নেই
ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নতা।
না দেওয়াতে, গোলাপ
ভালোবাসা জুটে নাই তাই! কবিতার খোলা হাওয়া
নিত্য দােল খায়;
বিমর্ষ জপে মহা অর্ঘ প্রাতে
সঁপে অহ রহ তারই পায়ে, কদাচিৎ ভুলোমনে
সাহস জুটেছে বেশ, বিরহে।
১৪২৬/অগ্রহায়ণ/হেমন্তকাল।