______মহা আমোদের খেলা
শূন্যে বায়ু খেলে
সে কি যৌবনা, চঞ্চল; মহা আমোদের খেলা!
আমি সেথায় বায়ুঘণ আমোদের
বিন্দু বিন্দু ক্ষণ ছুঁইয়ে রই।
সেই ক্ষণের সে কি মৌণ মাধুরী
হিরক খন্ডের তারায় জ্বলে, জ্বল জলে মহা শূন্য ঘিরে
ক্ষণের তারায় তারায় ভেসে ভেসে
ইথার ঘন মায়ায় আমি বুদ্ধ হয়ে নিমগ্ন
বায়ু সনে যাপিত কাল; যাপন
বায়ু সাথে রই
যত দিন মগ্ন খেলায় রই
যত দিন যাপিত কাল রয়; ততদিন মগ্নতায় রই
কত দিন রইব বায়ু সনে?
কত দিন রইব ইথার ঘন মায়ায়?
শূন্যে বায়ু খেলে
সে কি যৌবনা, চঞ্চল,,