--------মন পবনের নাও
মন কেন যে নিত্য পোড়ায় সন্ধ্যাবতীর মায়া?
সেথায় যে মোর স্মৃতির হাঁড়ি, শৈশবের নানা কায়া।
পথের ধুলায় ছড়িয়ে আছে কত কত নক্ষত্র বেলা?
সেথায় যে মোর মায়ের আঁচল, স্বপ্ন মায়ার খেলা।
আঁকা বাঁকা মেঠো পথে কত রং এর স্বপ্ন আঁকা?
সেথায় যে মোর কৈশর বেলা, মায়ের মমতায় বাঁধা।
সন্ধ্যাবতীর সাঁঝের মায়া কত স্বপ্ন জ্বলার জোনাক জ্বলে?
সেথায় যে মোর জন্ম ঘোর, স্মৃতির আলোয় দোর খুলে।
ফিরে ফিরে মন ছুটে যায় পথে ঘাটে সন্ধ্যাবতীর গাও
সেথায় যে মোর বর্ষায় ভাসান, মন পবনের নাও।
সাঁঝ লালিমায় আযান ধ্বনি সন্ধ্যাবতীর মায়া ভাসে
ধীবর পাড়ায় শঙ্খধ্বনি উনুন চালে সাদা ধুঁয়া উড়ে।
১৪২৬/ শ্রাবণ/ বর্ষাকাল।