--------জ্যামিতিক হারে সময় বাড়ে
ঐ দেখা যায় জাহাজ ভাসে মধ্য সাগর জলে
তার পরে তো যায় না দেখা চোখের সীমার পরে
এতো টুকুতেই দিলাম কত?
ভাবতে গেলে অপার বিস্ময় জাগে।
ভালো মন্দের প্রভেদ খুঁজতে
সমুখ পানে চায়; মন্দটা যে ভালোর মতো
কেমনে খুঁজে তায়।
সত্য মিথ্যার এ পিট ও পিট
দেখতে সদাই একই; চোখ থাকলেই যায় না দেখা
আকলের তাই খুলো আগল।
আকল সে তো ভাবনায় ভাবায়
কত কি যে সব? না জানি তার আদি অন্ত।
মদির নেশায় ভাবনার টুটি ধরে না কি এঁটে?
সেথায় না কি গোবর ধনেরা আকল চেটে বাঁচে?
আকল না কি তুচ্ছ অতি? সদলবলে মহাগরিমায়;
সেটা নাহি কয়? এসেছিস যখন যাবি তবে?
ভেদাভেদ প্রভেদ যত
খন্ডাংশের মাত্রা; জ্যামিতিক হারে সময় বাড়ে
কে বা তারে ধরে রাখে?
১৪২৬/ ভাদ্র/ শরৎকাল।