________দৈব ভার
কই আমি তো বদলাইনি?
আমার বদল নিজের কাছে ধরা দেয় কই?
কই পারলাম না তো?
নিজেকে চেনার "দৈব ভার" নিতে
কথা কাজে নিত্য বদ্লাই, অনুভবে ফিরে চাই
ফিরে যাই, অতীত পাড়ে।
নন্দন বিষম পূর্বরাগ, আমায় বার বার শীতলতায়
ফিরায়; মুছে যাওয়া কাঞ্চজঙ্ঘার রেশ যেন ফিরে ফিরে পাই।
বদলে যাওয়ার রেশ বাকি পড়ে রয়, ধোয়ার মতো
খড়ের মতো পুড়ে পুড়ে ফুরাইয়া যায়।
কালের সাথে বদলানোর বেশ সৌক্যতা আছে
তাই তো সময় ফেরি করে, চলে যায় হেটে হেটে
কোথায়, কার কে, কেউ, তার মাত্রা গুনে না
সে কি দৈব ভার?
১৪২৭/ বসন্তকাল/ ফাল্গুন।