---------তারে ভুলে থাকা
তারে ভুলে থাকা, সাধ্য কার বল!
অবনীর তন্দ্রায় বেলা ডুবে সারা
ঐ যে দিগন্ত পাড়ে, সারি সারি পাখিরা উড়ে যায়
চেনা পথেই চেনা বাড়ি; সাঁঝ মোহ ঘোরে মগ্ন।
শুধু ফিরল না সে
তারে ছাড়া আঁধারে যে, সন্ধ্যা তার জ্বলে না;
চেয়ে চেয়ে দেখতো বলে
অভিমান তারও; কখন যে
সেও সন্ধ্যা তারার আলপনায় মুছে গেল।
তারে ছাড়া উদাস উঠান;
করমচার বনে টোনাটুনি ফিরে না বাসায়
সজনে ডালে তিলা ঘুঘু বসে ডাকে না কত কাল?
আমলকির পাতা ঝরে সারা;
পুঁই মাচায় মরা ডগায় আলোকলতা ছেয়ে গেছে
উঠান যেন নির্লিপ্ত নিশ্চুপ;
তার অভিমানের প্রচ্ছন্ন প্রলাপ
তারই অবয়ব হেঁটে বেড়ায় প্রত্যহ সাঁঝ ক্ষণে।
১৪২৬/শরতকাল/ ভাদ্রমান।