______উড়ে উড়ে ঐ স্বপ্ন বিলাস
নতুন ভাবনার,
আকর না কি তুমি? আধেক তুমি হারালে যখন
বাদ বাকি টা অভিমানে নিমজ্জিত;
ঐ যে আধেক তুমি
আমার আমিত্বে বিলীন।
তাই তুমি নিঃস্ব বড়ই আপাদমস্তক জুড়ে
ভ্রম গহিনে।
এমনি নিপাত দরুন ব্যথায় কাটে
যাপিত কাল; কেউ দেখে না
কেউ জানে না, প্রেমে সর্বনাশ!
যা গেছে সর্বকালে
এখন তবে মিথ্যে অভিমানে! ফাগুন আঁচল
উড়ে উড়ে ঐ স্বপ্ন বিলাস, কাব্য আঁকে
ক্ষয়ে ক্ষয়ে খসে পড়ে পাপড়ি সম
বেদনার গন্ধ মাখে।
১৪২৬/চৈত্র/ বসন্ত কাল।