---আকাশ ময় উড়ে উড়ে
দিনে দিনে, সময় ধরে ফুরিয়ে যায়, সব কিছু
হারিয়ে যায়, নিঃশেষ হয় মিইয়ে যায়, ক্ষয়ে যায়
কিছু রং বদল! ফিরে আসে ঋতুর বাহার
কিন্তু সেই যে হারলে, পথে পথে সময় ক্ষয়ে
কই সে তো ফিরে না?
পথিক শরীর, এখন শিরদাঁড়া বাঁক ধরেছে
অন্ত্র প্রহরী দু চোখে এখন ঝাপসা দেখে, মোটা গ্লাস
কাঁচ ঘুসে ঘুসে পথ খুঁজে ফিরে নিত্য
মাঝে মাঝে ভাবে পথিক চোখে এবার ছানি পড়ল বুঝি!
কই ফিরে না যৌবন?
কই ফিরে না শরীর?
কই ফিরে না শক্তি সামর্থ্য?
নুয়ে পড়া শিড়দাঁরায় পথিক যেন, ঔষধি গাছ
কলাগাছ ফল দানে মুছে যাবে তার শরীর
শিকড়ে তার নতুন কষিতে নতুন প্রজন্ম
কিন্তু পথিক বড়ই নিঃস্ব, একা একা
বিরহী শঙ্খচিল যেন, আকাশ ময় উড়ে উড়ে
১৪২৫/ অগ্রহায়ণ/ হেমন্তকাল