______আগুন ক্ষুধা
পথের আঁকা পথ
বিভ্রম বিষাদ।
রাতের আঁধারে কে তুমি?
আত্মার কায়ায় মিনারে উঠে?
ভেসে যায়, ভেসে যাও কোন সে দূর?
বহু দূর সীমানা অপার;
আঁধার, জনশূন্য সাহারা বিষাদ।
আগুন ক্ষুধা
অগ্নি খরায় পিপাসার তাবড় চাওয়া
চাতক-চাতকির সে কি তৃঞ্চা প্রহর।
কাটে না, কাটে না! ক্ষয়ে যায় না তবু
ফুরায় না; জেগে উঠে, জেগে উঠে বারং বার
তন্দ্রা ক্ষয়ে ক্ষয়ে চুঁইয়ে পরে প্রহর।
নিত্য নতুন প্রহর আসে,
ফিরে যায় তীব্র দহনে পুরে; আগুন ক্ষুধা।
নিত্য ক্ষয়ে যায়, পথিক সজ্জন
পথের আঁকা পথ; বিভ্রম বিষাদ।
আজ ২৯ আষাঢ় ১৪৩০