---অগ্নিদিপ্ত স্ফুলিঙ্গের মগ্নতায়
ফিরিয়ে দিতে পার!
তোমার জন্য সেই কবিতা, না অর্ঘ ছিল!
সেই কবিতাগুলোয় ছিল বানান ভুলের শব্দ
সেই শব্দের; সঠিক শব্দ খোঁজার সময় ছিল না মোটেই
ইটের চাপায় লুকিয়ে রাখা, কবিতার পাতা।
বিমর্ষ যাতনায় ক্ষয়ে গেছে হয়তো তোমার ভাঁড়ার হতে
মৃত্তিকার নোনা স্বাদে মিইয়ে গেছে;
চিঠিতে লিখেছিলে তুমি,
প্রতিদিন কবিতা চাই!
কারন সেই কবিতায় যে, তোমরই পাঁচফোড়ন আঁটা
প্রেম রসায়নে কবিতার মর্ম!
শুধুই কি যথা তথা? সুখ স্বপ্নের ব্যঞ্জনে ভরা ছিল;
আদি অন্ত বুঝে উঠার সময় না পেরুতে
বিরহের আকালে পুড়ে ছিল কি? সেই কবিতা গুলো!
আজও বিরহের দহন গন্ধ বাতাসে ছড়ায়
অগ্নিদিপ্ত স্ফুলিঙ্গের মগ্নতায়।
১৪২৫/ অগ্রহায়ণ/হেমন্তকাল।