-দূর বহু দূর
দূর বহু দূর
পথের নিশানা ফুরালে
পথিক থমকে দাঁড়ায় এদিক ওদিক চেয়ে
আকাশ দ্যাখে মেঘ দ্যাখে; পাখি দেখে নদীর বয়ে চলা দেখে
বেলা ডুবার আঁধার দেখে দেখে পথিকে পথ আন্ধারে ঢাকে
রাত নামে জোনাক জ্বলে; নক্ষত্র জ্বলে তারাদের মেলায়
পথিক সবুজ ঘাসের চাদরে চিত হয়ে সুয়ে
তারাদের লুকোচুরি খেলায় মাতে!
দূর বহু দূর
পিছনের ইতিকথায়
ইতি টেনে টেনে পথের ধুলোয় ছড়িয়ে যায়
জীবনের মিথ,,
১৪২৫/বৈশাখ/গ্রীস্মকাল