বংশ পরম্মপরা


প্রাকৃতিক সব ধ্বংসের
সভ্যতার উলোট পালট, ফসিলে জমে
প্রাণীর চিহ্ন!

কোন সে দারুচিনি দ্বীপে বেড়ে উঠা প্র-পিতামহ?
তীর ধুনুকে শিকার ধরে করে ছিল জীবন ধারণ।
না কি অন্য কোথাও?
মহেঞ্জোদারের পাহারের ঢালু  বেয়ে
সমতলে শস্য বুনে!
না কি প্রাচ্যের কোন বালুয়াড়ী মারিয়ে
নীল নদের পাড়ে বেড়া উঠা প্র-পিতামহের
বংশধর মরা!

বংশ পরম্মপরা, কার দায়?
যাপিত কালে মৃত্তিকা সুধার রোশালে
বারং বার মানুষ ভোজে জীবন যাপন
তাই তো সোঁদা;
দুঃখ ঘুচে জীবন রচে!


১৪২৫/ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।