নন্দন মেলা
নাটাই ঘুড়ির রং ছড়ানো
রোদ্র তাপের খেলা
মেঠো পথের সবুজ ঘাসে
বসেছে নন্দন মেলা।
তাল পাতার ঐ বাঁশি বাজে
চরকি ঘুরার গান
না না রং এর বেলুন উড়ে
ঝিলেপি ভাজার ঘ্রাণ।
ভুতু সোনা আলতা পায়ে
পড়েছে লাল শাড়ী
কাঁচের চুড়ির ঝনঝনাঝন
ফিরেছে সাঁঝে বাড়ী।
===ভুতু গিয়েছিল মেলায়
ভুতু গিয়েছিল মেলায়
বাবার কাঁধে চড়ে
মেলা যে ঐ বসেছিল দূরে
সন্ধ্যাবতী গাঁওটার পরে।
সেথায় ছিল তাল পুকুর
কালো জলে ভরা
তার পাড়েই বসেছে মেলা
পোড়া মাটির খেলনা।
গজা হাতির বরফি সাজা
মুড়ি মুরকি নাড়ু
তাল পাতার রাঙা পাখা
তেলে পাঁপর ভাঁজা।
১৪২৫/০২ বৈশাখ/গ্রীষ্মকাল।