===বিবর্ণ জুলাই

তাজা প্রাণ স্বচ্ছ জলের মতো
স্বপ্ন বাসনা টইটম্বুর কৈশোর যৌবন।
ঝরা পাতার মতো পরে রইল যত্রতত্র,
বিবর্ণ জুলাইয়ে।

ছোপ ছোপ রক্তের দাগ, শোকে পাথর সম
ঝরে গেল তাজা তাজা প্রাণ,
তার সীমানা ক্ষত খরায় পুরে স্বপ্ন যত
কত কত স্বপ্ন ছিল,
কত কত বাসনা, ভালো মানুষ হবার
স্বচ্ছলতায় ফিরবার,
পিতা মাতার আশা ভরসা মুছে গেল
বিবর্ণ জুলাইয়ে।

বিবর্ণ জুলাইয়ে
বোন তার ভাইয়ের অপেক্ষায়
উঠনজুরে স্মৃতি হাতরায় ভাই ফিরবে বলে
স্ত্রী, তার স্বামীর অপেক্ষায়
বিধস্ত কালক্ষেপনে হতাশায় করে আত্মহত্যা
বাবার নিরব প্রতীক্ষা
ছাওয়াল আমার ফিরলো না আর
মায়ের আহাজারি সন্তানের তরে
আয় বাবা, আয় ফিরে আয়, বুকে আমার।

আজ ১৯ শ্রাবণ ১৪৩১