_____বিভাবরীর তন্নি নেশা
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব
বেজায় ভারি, জীবন ভর!বইতে থাকে অমিয় এই মর্তলোক;
ঐ খানটাতেই আমার তোমার বাস গো
বড়, ছোট এর টান টান বিত্ত বৈভব।
নোনা ধরা ইট সুরকির মতো
খসে পড়ছে কেউ কেউ! কেউ বা উঠছে বেয়ে তরতরিয়ে
মগ ডালের ঐ লাগাম ধরে।
উড়ছে ঘুড়ি পতপতিয়ে
লাগাম ছাড়া নাটাই সুতার! আঁধিয়ার ঐ পড়ন্ত বেলায়
পড়ছে ঢলে মখমলের ঐ লাল রোশনাই।
পর করেছে শূন্যে ঘুড়ি
নিত্য তাই প্রান্ত ঘিরে প্রান্ত খুঁজি! সেথায় না কি তুমি ছিলে?
ধেনুর রাখাল বাজায় বেণু; মাদল নেশায়
রাত যে পুড়ে।
রাত ফুরাইলে ভোর জেগে কয়
বিভাবরীর তন্নি নেশা! ঘোর কেটে যায় চোখ খুলে
সেথায় না কি তোমার আসা যাওয়া?
অমানিশার চন্দ্র যাপন নক্ষত্রলোকে।
১৪২৬/ মাঘ/শীত কাল।