=====সব তো ক্ষয়ে যায়

রাত ক্ষয়ে যায়,
দিন ক্ষয়ে যায়
স্বপ্ন দিঘল আলো ক্ষয়ে যায়।
জোছনা ক্ষয়ে যায়
স্বপ্নভ্রুমে চাঁদ ক্ষয়ে যায়।

ক্ষয়ে যাওয়ার বিড়ম্বনার
চুইয়ে চুইয়ে সময় খসে পরে
কাল সম ক্ষয়ে যায়।

মেঘ ক্ষয়ে যায়,
বাতাস ক্ষয়ে যায়
জোছনা বিমুখ রাত্রি ডুবে যায়
ছেলে বেলা ক্ষয়ে যায়
কথা ক্ষয়ে, যৌবন ভেসে যায়।

উদ্ভ্রান্ত পথিক হেঁটে যায়
স্বপ্ন দঙ্গল বাসনা টুটে যায়
খেয়া ঘাটে নৌকা ছুটে যায়
ক্ষেপা হাওয়ায় মাস্তুল ভেঙ্গে যায়
সব তো ক্ষয়ে যায়

আজ ২৬ বৈশাখ ১৪৩১