------আমি সোনাগাজীর রাফি
সোনাগাজীর সবুজ ধান ক্ষেত মাড়িয়ে
মেঠো পথ, ঐ যে দূরের আকাশ ছাড়িয়ে
স্বপ্ন ডানার কৈশোর পেরুলাম যখন!
তখন আমি মাদ্রাসার ছাত্রি; ধর্মের মূল্যবোধের
স্বপ্নকে নিয়ে।
আমার পা দুখানা ছিল সমগ্র সোনাগাজীর
মেঠো পথ; সবুজ বাংলা জুড়ে
সর্বাঙ্গ আমি! আর হাত দুখানা ছিল খোলা
নীল আকাশ।
ধর্ম শিক্ষায় শিক্ষিত পশু
কখন যে মানুষ রুপি অসভ্য হায়না হয়ে
৭১ এর শকুনের মতো খুবলে খুবলে শরীর চিবিয়ে
আগুন জ্বালিয়ে দিল; দ্যাখো মা এই আগুনে
সোনাগাজীর মেঠো পথ ছাড়িয়ে সবুজ বাংলা জুড়ে, পুড়ে
পুড়ে অঙ্গার।
এই আগুনে পুড়ে যায় বুদ্ধি বিবেক!
এই আগুনে পুড়ে যায় পুঁজির দম্ভের হাত!
এই আগুনে পুড়ে যায় মনুষ্য লোভ লালসা!
এই আগুনে পুড়ে যায় জাতির মূল্যবোধ!
দেখছে তো মা, আমি এই আগুনে পুড়ে পুড়ে
সোনাগাজীর মেঠো পথে ছুটছি তো ছুটছি
সবুজ বাংলা জুড়ে; পুড়ে পুড়ে এই যে ছুটে
চলা অনন্তকালের।
১৪২৬/ বৈশাখ/ গ্রীষ্মকাল।