====এ পথ দিশে হারা, বিপন্ন বৈচিত্র

কতখানি স্বপ্নবুনোনে
শঙ্খচিলের পাখনা ছোঁয়া যায়।
দারুচিনি দ্বীপে না কি! নুন জলে নোনা ঢেউ আঁচড়ে পরে বুকে।

সমুদ্রে পথিক বেমানান,
তরঙ্গ গুনে পথের নিশানায় দিশা মিলে।
তাই তো বেসামাল পথিক পথের ঘূর্ণি মেপে দিশেহারা
এদিক ওদিক পথ বেঁকে যায়। বেচান অতীতের মর্ম টান
বার বার পিছনের পথে আচমকা মায়া আঁটে, আঁজলা ভরা অতীত
টুপটাপ ঝরে পরে তবুও নিঃশেষ হয় না মোটে!

অবিরাম পথ চলায়
নদী, বন, ধুঁ ধুঁ প্রান্তর, সবুজ মায়া ময় ধান ক্ষেত
ঝাঁক ঝাঁক বকের সারির বিল। নদীর প্রান্ত ছুঁয়ে পথ
ভগ্ন দশায় বালুচর পেরুলেই মেঠো পথ গায়ের পর গাঁও
সুষমা রুক্ষ, রৌদ্র প্রতাপ দহন কাল ঠেলে পথের পর পথ।

পথিক হাঁটে সোনালু, কৃঞ্চচুরা, মাদার ফুলের দল মাড়িয়ে
ঐ সে পথের দিকে ধায়। কোন সে পথ! কিসের লাগি!
এমনি আজন্ম পথিকের চলা।

এ পথ দিশে হারা, বিপন্ন বৈচিত্র।
এ পথ স্বপ্ন হারা, অনুষঙ্গ শূন্যতা।
এ পথ আত্মগ্লানি, অসহায় সর্বনাশ।

আজ ১২ আষাঢ় ১৪৩১