---বিপন্ন বিষাদে
মনটা বেজায় ভার
এ দিকে বাতাস ডেকে কয়,
এসো এক্কা দোক্কা খেলি; হেমন্তের চন্দ্র ভানু যায়
ঐ দূরের গাঁও, সেথায় বাগ বাকুম বাগ কইতর
নির্লিপ্ত সুধায়! এবার তোর বাসনা ছাড়
চন্দ্রাসনে দ্যাখো ভরা যৌবন
কলঙ্ক আঁচড়ে গা ঢাকে; ঐ দ্যাখো দেবীসনে প্রেম
খেলা করে হেমন্তের শুক্লা পক্ষ।
এক্কা দোক্কা
ঐ সে কোন মরীচিকা? বিমর্ষ মৃত্তিকা মোলয় মেঘ যেন মধুঅম্বর!
আকাশ চুঁইয়ে চুঁইয়ে তৃঞ্চার জিহ্বা ভিজে
অতলান্তিক মোহময় সয়ে যাতনা সহস্র; বিপন্ন বিষাদে
নেশা, চেতন, অবরুহি প্রলুব্ধ গ্রাস করে
ক্ষণের ভাঁজে ভাঁজে নিত্য নৈবেদ্য বাসনার
এক্কা দোক্কা বুনে রং ছড়ায়,,,,,
১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল