[একুশের ও অন্যান্য কবিতা]-৫
======নতুন বইয়ে নতুন প্রচ্ছদ
নতুন বছরের ফেব্রুয়ারি
একুশ এলো ফিরে, নতুন বইয়ের মেলা বসেছে
বাংলা একাডেমি ঘিরে।
নতুন বইয়ে নতুন প্রচ্ছদ
নানা রং এ হাসে, পাতা উল্টালেই মিষ্টি সুবাস
যেন কস্তুরী ঘ্রাণ হাওয়ায় ভাসে।
সেমিনার ফেষ্টুন মঞ্চ জুড়ে
পথ নাটক সাঁঝ বিকালে, শহীদ মিনারের বেদিতে
শোকাহত কত কাহিনী যাপিত নাটকে।
ছবির হাটে ছবির মেলা
ব্যঙ্গচিত্রে সমাজের উপকথা, যাপিত কালে যাপিত জীবন
চিত্র পটে আঁকা শিল্পের মহা সমীকরণ।
এমনি মহা রণে বই মেলা প্রাঙ্গণে
গল্প কবিতা গানে চায়ের আড্ডা জমে, শোকের গানে মুর্চ্ছ্বা যায়
পলাশ শিমুলের পাপড়ি ঝড়ে ধুলায়।
========আগুনের কাল
কই আমার কবিতা নিলে না তো?
চেয়ে ছিলে কি মনে মনে?
না চাওনি কোন দিন?
কবিতা হয়ে উঠার আগের, কবিতা ফিরে দিলে!
অথচ দ্যাখো,
সে কবিতা এখন ফেরারি;
সেই কত কাল ধরে তোমা হতে দূরে
পালিয়ে পালিয়ে বেড়ায়, শত চেষ্টা করলেও এখন আর
ধরতে পারবে না তারে।
অর্ন্তজলী যাত্রায় সেই ফেরারি কবিতা এখন
চিতার দহন পুড়ে, তোমার অভিমানের সুখ খুঁজে
মৃত্তিকায় মিথ বুনে, আগুনের কাল।
১৪২৬/শীতকাল/ মাঘ