[একুশের ও অন্যান্য কবিতা]-৬
=====জননী তোমার আঙ্গুল চেপে
কত কথার মায়ের ভাষা?
বিশ্ব জুড়ে মা'র কথা,
মায়ের কোলে হাসি তামাসা
জননী সে তো, বিশ্ব জোড়া
আমরি মাতৃভাষা! আমরি বাংলা ভাষা!
জগত জননীর কোলে
বেড়ে উঠি মোরা
মায়ের বুলি মুখে লয়ে
উজল হাসির স্বপ্ন বুনে।
জননী তোমার আঙ্গুল চেপে
হাঁটি হাঁটি পায়ে হাটতে শেখে।
=======পথিক ঐ
গুনগুন গুঞ্জন, পলাশ শিমুলের গানে
বসন্ত এসে গেছে।
বাসন্তী শাড়ীতে জড়িয়েছে বেশ
কেশবিন্যাসে লাল গোলাপ, উচাটন উদ্ভ্রান্ত উর্বশী তুমি
দক্ষিণা বাতাসে কেঁপে উঠে;
উদ্ভ্রান্ত কিছু কেশ রাজি
বাম পাশের চোখ আলতো ছুঁয়ে ঢেকে যায়
হাতের ছোঁয়ায় সরিয়ে দিলে কোপাল হতে।
এমনি বিব্রত বসন্ত বায়ু
আঁচল উড়িয়ে তোমার খেই হারায়, চঞ্চল পথিক ঐ
দুদণ্ড দেখে ছিল প্রবাসী কইতর আকাশে উড়ে উড়ে
মৌনতার মিছিলে।
১৪২৬/ বসন্ত কাল/ফাল্গুন।