[একুশের ও অন্যান্য কবিতা]-৭
======মায়ের বচন
মায়ের ভাষার চেতনা ভারি
যুগে যুগে তার খেরো খাতায়
ইতিহাস লিখি।
ইতিহাস লেখা জীবন দানে
মায়ের ভাষা রক্ষা কবজ তারই
প্রীতি আঁকি।
চেতনার খেরো খাতায়
কত ইতিহাস রইয়েছে জমা?
মাতৃহারা রোদনে।
এমনি চেতনায় শোকের বসন
একুশ যেন মোদের পার্বণ
মায়ের বচন।
=======এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ
পলাশ শিমুল পার্বণের
তোমার বাসন্তী দিনে, দক্ষিণা বাতাস আঁচল উড়ায়
মুর্ততায় অভিমানে।
আকাশ নীলের
ব্যথিত বেদন, ঘুচিয়েছে নীল যাতনার অপার
যেন কস্তুরী ঘ্রাণ।
এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ
এসেছ ফিরে এমন বসন্ত দিন, মলিন বেদন আজ
উঠেছে জেগে শুভ্র সতেজ মননে।
ফুল আর ফুলে করিতে খেলা
দিবা রাত্রির সময় ক্ষয়ে ক্ষয়ে, ভুলেছ যাতনা সোহাগ
আত্মজা কোলাহলে।
১৪২৬/ বসন্ত কাল/ ফাল্গুন।