---স্বপ্ন বয়ে কাঁদায় আঁধার


এখানে আলোয় আলোয় ভরা
তবুও বিদ্রূপ করে মারে টুকরা টুকরা আঁধার
এতটা আলোর মাঝে ও
এই আঁধার যেন চির জাগ্রত;
আলোকে ঠেলে বীভৎস আবরণে জেগে উঠে
বার বার আবার নিমেষ ই মিলিয়ে যায়
এই আঁধার হন্তারক বেশে ঘুরে বেড়ায়
আঁধার কালোতে মিশে।

এখন আলো না কি সভ্যতার?
নতুন সভ্যতা, পেরিয়েছি সেই কত কাল আগে?
এখন তবে নতুন করে কোন আলো;
স্বপ্ন বয়ে কাঁদায় আঁধার
জীবনবোধ আলো ছুঁয়ে ছুটে যুগে যুগে
তারই প্রদাহ যাতনা নিত্য পুড়ায় চিতার মগ্নতায়
যদি মুছে যায় কালো;
শুধু সেই প্রত্যশায় বাঁচে যাপিত কাল।


১৪২৫/ শরৎকাল/ আশ্বিন।